চট্টগ্রাম, , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

Alauddin Lohagara

বান্দরবানে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত

প্রকাশ: ২০১৭-১২-২৫ ২০:০৯:৩৬ || আপডেট: ২০১৭-১২-২৫ ২০:০৯:৩৬

বীর কন্ঠ ডেস্ক:

বান্দরবানে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে। কেক কাটা, প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

এ উপলক্ষে বান্দরবানের গির্জায় গির্জায় প্রার্থনার অয়োজন করা হয়। সকালে চিম্বুক পাহাড়ের শ্যারন পাড়ায় পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেক কেটে বড়দিন উৎসবের সূচনা করেন। সেখানে বম সম্প্রদায়ের তরুণীরা নেচে গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। এ সময় বড় দিনের প্রার্থনারও আয়োজন করা হয়।

এদিকে শহরের উজানী পাড়া ফাতেমা রানী চাচে ধর্ম প্রার্থনা দেন ফাদার ডমিনিক। সেখানে আদিবাসী সম্প্রদায়ের নানা বয়সী খ্রিষ্টান ধর্মবালম্বরাী অংশ নেয়। প্রার্থনায় সকলের সুখ-শান্তি কামনা করা হয়। জেলরা প্রশাসক দিলীপ কুমার বণিকও সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া শহরের কালাঘাটা, লুসাইবাড়ী এবং উজানী পাড়া টাইরানাস চার্চে প্রার্থনায় অংশ নিয়েছে ত্রিপুরা, বম, লুসাই এবং খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়। বড় দিন উপলক্ষ্যে বান্দরবানের খ্রিস্টান পল্লিগুলো এখন উৎসব মুখোর। পাড়ায় পাড়ায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, প্রভু যিশুর গুণ কির্তন ও প্রার্থনা।

এছাড়াও বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া, ফারুক পাড়া গ্যস্বমনি পাড়া, শ্যরন পাড়া, রুমা, থানছিসহ বিভিন্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের পাড়াগুলোতে বড় দিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য দেশের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান সম্প্রদায় বসবাস করে পার্বত্য জেলা বান্দরবানে। তাই এখানে উৎসবও হয় আনন্দঘন পরিবেশে।- পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *