চট্টগ্রাম, , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

Alauddin Lohagara

চট্টগ্রামে চার নারী ধর্ষণ মামলার তদন্ত করবে পিবিআই

প্রকাশ: ২০১৭-১২-২৬ ১৯:৪৭:৩৫ || আপডেট: ২০১৭-১২-২৬ ১৯:৪৭:৩৫

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামে একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই চট্টগ্রাম মহানগর অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্তোষ কুমার চাকমা বলেন, ‘থানা পুলিশের কাছ থেকে আমরা মামলার দায়িত্ব নিয়েছি। পিবিআই হেডকোয়ার্টার থেকে মামলার তদন্তভার গ্রহণের জন্য সোমবার (২৫ ডিসেম্বর) আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আজ আমরা ওই চিঠি হাতে পেয়েছি।’

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির পর ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর মামলা গ্রহণ করে পুলিশ। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ কোনও তথ্য বের করতে পারেনি। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ নির্লিপ্ত থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে পুলিশ নিজেও ব্যর্থতার বিষয়টি স্বীকার করেছে।

 

সোমবার দুপুরে কর্ণফুলী থানায় সংবাদ সম্মেলন করে পুলিশে আংশিক ব্যর্থতার কথা স্বীকার করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুণ অর রশিদ হাযারী বলেন, ‘অস্বীকার করা সুযোগ নেই। মামলা গ্রহণ করা থেকে শুরু করে ঘটনার তদন্তে পুলিশের আংশিক ব্যর্থতা রয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় আলামত সংগ্রহ থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল।– বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *