চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

Alauddin Lohagara

থার্টি ফার্স্টে সব বার বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০১৭-১২-২৬ ১৯:৩৫:১০ || আপডেট: ২০১৭-১২-২৬ ১৯:৩৫:১০

ফাইল ছবি

বীর কন্ঠ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন বছরের প্রথম প্রহর অর্থাৎ থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর সব বার বন্ধ থাকবে। এদিন যেন কোথাও মাদক দ্রব্যের ব্যবহার না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, গান-বাজনা-অনুষ্ঠান করতে দেয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিছু হবে সব ঘরের মধ্যে।

এর আগে ডিএমপি কর্মকর্তাদের জন্য নবনির্মিত শুটিং ক্লাবের উদ্বোধন করেন মন্ত্রী।

 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশন), জাবেদ পাটোয়ারী (স্পেশাল ব্র্যাঞ্চ), আবুল কাশেম (রেলওয়ে পুলিশ), নওশেরুজ্জামান (মানবসম্পদ), ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সহকারী আইজিপি, অলিম্পিক অ্যাসোসিয়েশন’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও শুটিং ক্লাবের প্রধান সিদ্দিকুর রহমান।- জাগো নিউজ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *