চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

Alauddin Lohagara

অাজিজনগর গজালিয়া সড়ক ব্যবসায়িদের উদ্যোগে ওয়াজ মাহফিল

প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৪:৩৪:৫১ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৪:৩৪:৫১

 

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন অাজিজনগর গজালিয়া সড়ক ও বাজার সড়ক ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে সীরতুন্নবী( সঃ) মাহফিল গত ২৬ ডিসেম্বর অাজিজনগর গজালিয়া সড়কস্হ হাজী টুনু মিয়া মার্কেটে চত্বরে অনুষ্টিত হয়েছে।

 

মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউ পি চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন কোং,প্রধান ওয়ায়েজ্বীন হিসেবে উপস্হিত ছিলেন অান্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরঅান দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিস অাই অাই ইউ সি সম্মানিত প্রভাষক ডঃ বি এম মুফিজুর রহমান অাল অাজহারি।

বিশেষ বক্তা হিসেবে কোরঅান ও হাদীসের অালোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেন হাফেজ মাওলানা মুহিবুল্লাহ সাহেব,মুহাদ্দিস মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসা ও মুফতি মাওলানা তৌহিদুল ইসলাম,খতিব সাত্তার ম্যাচ জামে মসজিদ,অাজিজনগর।

 

মাহফিলে বক্তারা বলেন অাজকে সারাবিশ্বে মুসলমানেরা নির্যাতিত নিপিড়ীত।এর একমাত্র কারন অাজ অামাদের মাঝে ঐক্যের অভাব।অামাদের মাঝে ধর্মিয় মূল্যবোধ অাজ মৃতপ্রায়।যতদিন এ বিশ্বে অাল কোরঅানের শাসন কায়েম হবেনা ততদিন মুসলমানদের মুক্তি মিলবেনা।কারন একমাত্র অাল কোরঅানই অালোর দিশারী।অামাদের সকলকে কোরঅান সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *