Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৪:০১:০৬ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৪:০১:০৬
স্টাফ রিপোর্টার :
নগরীতে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ওই কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। ওই কারখানা থেকে আড়াই লাখ ইয়াবা এবং প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। কারখানায় ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে।
দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এডিসি হুমায়ুন।-বাংলানিউজ