Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৪:৩৮:৩৭ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৪:৩৮:৩৭
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে ধর্মঘট পালন করছেন টেম্পু শ্রমিকরা। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। নগরীতে বুধবার সকাল থেকে টেম্পু চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, দুই শ্রমিকের উপর হামলার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করা হয়েছে। বুধবার চট্টগ্রাম নগরী ও জেলায় সকাল-সন্ধ্যা টেম্পু ধর্মঘট এবং বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল – সন্ধ্যা যাত্রীবাহী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম সীতাকুণ্ড টেম্পু শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা অটোরিকশা টেম্পু শ্রমিক লীগের মধ্যে দীর্ঘদিন ধরে একই রুটে টেম্পু চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় হামলার শিকার হন চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান। আহত হন আরো একজন শ্রমিক।
এ ঘটনায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘটের ডাক দেয়।