Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৭ ০০:১৭:৪০ || আপডেট: ২০১৭-১২-২৭ ০০:১৭:৪০
বীর কন্ঠ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ রশিদ উল্লাহ (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ থানার জাদীমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রশিদ উল্লাহ টেকনাফের জাদীমুরা ক্যাম্পে থাকতো।
অধিদপ্তরের মেট্টো উপ–অঞ্চলের সহকারী পরিচালক মো.জিল্লুর রহমান জানান, অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।- বাংলানিউজ