চট্টগ্রাম, , বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Alauddin Lohagara

লবণ চাষ নিয়ে শত্রুতার জের : বাঁশখালীতে নারীকে ঘরে ঢুকে কুপিয়ে খুন 

প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৫:৫৭:০৭ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৫:৫৭:০৭

সুজন দাশ, বাঁশখালী থেকে :

লবণ চাষ নিয়ে শত্রুতার জের ধরে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। 

ওই নারীর নাম মিনু রানি দেব (৩৫)। তিনি পূর্ব বড়ঘোনার দেব পাড়া এলাকার জ্যোতিষময় দেবের স্ত্রী।এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লবণ চাষ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল জ্যোতিষময় দেবের। এর জের ধরে রাত একটার দিকে দুজন তাদের বাড়ির সামনে এসে ‘চোররা পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আপনারা বের হন’ বলতে থাকে। কিন্তু জ্যোতিষময় তাদের চিনতে পেরে দরজা খোলেননি। এরপর ‍ওই দুই ব্যক্তি দরজার ওপরে থাকা ফাঁকা জায়গা দিয়ে হাত ঢুকিয়ে সিটকিনি খুলে ফেলেন।

এরপর ঘরে ঢুকে জ্যোতিষময় ও তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে মিনু রানি দেবকে ছুরিকাঘাত করে একজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পরে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করি। হত্যাকাণ্ডে আরও একজন ছিল। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’-বলেন ওসি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *