Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৮:৫৯:১১ || আপডেট: ২০১৭-১২-২৭ ১৮:৫৯:১১
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় যাত্রীবাহী ম্যাজিক গাড়ির (টেম্পু সদৃশ্য) ধাক্কায় সাহারু (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা ঘটে । সাহারু একই এলাকার মো এয়াকুবের স্ত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় আরো ৫/৬ জন আহত হয়েছে। তবে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনে থাকায় তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
জেলা পুলিশ মেডিকেল টিম-১‘র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, চার চাকার ম্যাজিক গাড়ির ধাক্কায় এক গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।