Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-৩০ ২৩:৫৫:২৮ || আপডেট: ২০১৭-১২-৩০ ২৩:৫৫:২৮
বীর কন্ঠ ডেস্ক::
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাচা মিয়ার ছেলে রাকিব (১১), শ্রমিক আমির আলী (৩১) ও মো. দিদার (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ডের সদস্য মো. আজিজের ছোট ভাই দিদারুল আলম পাহাড়ের মাটি কাটাচ্ছেন।
প্রতিদিনের মতো শনিবারও আমির আলী ও দিদার নামে দুই শ্রমিককে দিয়ে পাহাড়ের মাটি কাটছিলেন।
এসময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দিদার ও সাকিব নিহত হন।
গুরুতর আহতাবস্থায় আমির আলীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।