Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-৩০ ১৭:৫০:১৭ || আপডেট: ২০১৭-১২-৩০ ১৭:৫২:২৩
আলাউদ্দিন স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির বীর বিক্রম জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মো. লিটন (২২)। সে কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার নুর আমিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়া চুনতির বীর বিক্রম জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে যান লিটন।বেলা সোয়া ১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কাজ করার সময় হঠাৎ করে নিচে পড়ে যান লিটন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর তাকে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।