চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

Alauddin Lohagara

সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা

প্রকাশ: ২০১৭-১২-৩১ ২০:২২:৫৪ || আপডেট: ২০১৭-১২-৩১ ২০:২২:৫৪

 

তোমরা বল- শুভ ইংরেজি নববর্ষ আমি বলি- হয়তো আবার শুরু নতুন নতুন কষ্ট! তোমরা বল- মুছে ফেল বিগত সব ক্ষত আমি বলি- কিছু স্মৃতি মনের ভিতর যতন করে রেখো!…

 

নতুন বছরের যাত্রার শুরুতে বীর কন্ঠ পরিবারের সদস্য, বিজ্ঞাপনদাতা, শুভ্যানুধায়ী, কলা কুশলী ও পাঠক সকলের প্রতি রইল ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

আসলে;

সময় কি ভাবে চলে যায় বুঝতে ই পারি না , অনেক ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই- উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে এ বছরটি । আজ রাতটুকু পেরোলেই কাল পুবাকাশে উঠবে নতুন সূর্য। এ সূর্য নতুন বছরের।

 

আসুন আমরা সব ভেদাভেদ ভূলে যায়। মুছে ফেলি সব গ্লানি। সুখি, শান্তি ও সমৃদ্ধ দেশ গড়ি।

 

শুভেচ্ছা সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *