Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০১ ২১:৫৩:১৬ || আপডেট: ২০১৮-০১-০১ ২১:৫৩:১৬
নাজিম উদ্দিন রানা,বিশেষ প্রতিনিধি-
শিক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।এ দেশ থেকে চিরতরে নিরক্ষরতাকে দূর করতে সরকার গৃহীত পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নই অামাদের লক্ষ্য।বিনামূল্যে বই বিতরন,উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা প্রতিটি প্রশংসনীয় কার্যক্রমের মুল লক্ষ্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদ তৈরী করে উন্নয়ন সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করা।তাই অাসুন অামাদের সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে উন্নয়ন সমৃদ্ধ অাধুনিক বাংলাদেশ গড়ি।একমাত্র শেখ হাসিনার সরকারই পেরেছে বছরের প্রথম দিনে সারাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে একযোগে একই দিনে বই তুলে দিতে।তাই অাপনারা দেশের কল্যানময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
১জানুয়ারী সারাদেশের ন্যায় অাজিজনগরে বই উৎসব পালনে প্রধান অতিথির বক্তব্যে অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোং উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি উপস্হিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পিতামাতা হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা অাপনারা সন্তানদের যেটা শিক্ষা দেবেন তারা সেটাই গ্রহন করবে।তাই শিশুকাল তাদের সুন্দরভাবে গড়ে তোলতো পিতামাতাকে যত্নবান হবার অাহ্বান জানান।শিশুদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে বসে থাকবেননা অাপনারা অবশ্যই বিদ্যালয়ে এসে খবর নেবেন অাপনার সন্তান কি করছে।
গরীব ও অসহায় ছাত্রদের ঝরেপড়া রোধ করতে তিনি শিক্ষা উপকরন,স্কুল ড্রেস সহ অার্থিক সহযোগিতার অাশ্বাস দেন।
অাজ বই বিতরণী উৎসবে তিনি অাজিজনগর ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়,২টি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।
এসময় অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি রফিক অাহামদ চৌং, অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সহ সভাপতি মোক্তার হোসেন চৌং, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,সাবেক সাধারন সম্পাদক একরামুল হক বাবুল সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মার্মা,অাফজাল হোসেন জয়,দপ্তর সম্পাদক অাবু অাহামদ,চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি অামজাদ হোসেন চৌং,লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন রানা,অাজিজনগর যুবলীগের সভাপতি অাবু বক্কর ছিদ্দীকি বাবুল ডানা,অাজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কামরুল হক মহসিন,ইউ পি প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন,মহিলা সদস্য নুরুন্নাহার বেগম,মোবারক হোসেন মহরম,ছাত্রলীগ নেতা রণি কুমার দেব প্রমুখ।