চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Alauddin Lohagara

বান্দরবানে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও শানে রেসালত সম্মেলন শুরু

প্রকাশ: ২০১৮-০১-০২ ২০:১২:২৪ || আপডেট: ২০১৮-০১-০২ ২০:১২:২৪

নিউজ ডেস্ক:

বান্দরবানে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও শানে রেসালত সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মাহফিল শুরু হয়। জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রথমদিনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিশরের ক্বারী শায়খ রাফআত হোসাইন।

এছাড়া আরও বক্তব্য রাখেন- পাকিস্তানের ক্বারী শায়খ ইব্রাহিম কাছি, তানজানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, ইরানের হামেদ শাকের নেজাদ, ভারতের ক্বারী শায়খ মুহাম্মদ আলী খাঁন, ক্বারী শায়খ ইউনুস আলী, পটিয়ার ক্বারী আমদুল হক প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার রায়। সভাপতিত্ব করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.শফিকুর রহমান।

সম্মেলন প্রস্তুত কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক আল-মুঈন জানান, মঙ্গলবার থেকে ২দিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও শানে রেসালত সম্মেলন শুরু হয়েছে। এটি বান্দরবানে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় দিন তাকরির করবেন আল্লামা মোস্তফা নুরী, মুফতি সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী, মাওলানা আলাউদ্দিন ইমামী, মাওলানা ক্বারী নুরুল আমিন,মাওলানা আবদুর রহমান হোসাইনী ও মাওলানা আজিজুল হক। -যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *