Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৩ ১৬:৩২:৫১ || আপডেট: ২০১৮-০১-০৩ ১৬:৩২:৫১
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র জেলা সংগঠক মিঠুন চাকমা (৪০) নিহত হয়েছেন। মিঠুন শহরের স্লুইস গেট এলাকার বাসিন্দা।
বুধবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহম্মদ আব্দুল হান্নান এসব তথ্য জানিয়েছেন।