চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Alauddin Lohagara

ফটিকছড়িতে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি  হত্যা  

প্রকাশ: ২০১৮-০১-০৪ ২২:০৩:৩৩ || আপডেট: ২০১৮-০১-০৪ ২২:০৩:৩৩

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে রনি আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।  রনি আক্তার উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের নুরুল আমিন ফোরম্যান বাড়ির জহুর আহমদের মেয়ে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল তিনটায় নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয় মাস আগে পাইন্দংয়ের তাজুর বাড়ির প্রবাসী আবুল কালামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রনির। কযেক মাস আগে স্বামী বিদেশ থেকে দেশে আসেন। দুপুরে ‍আবুল কালাম শ্বশুরবাড়িতে জানান, রনি গলায় ফাঁস দিয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক  জানান, পুলিশ মরদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছে। আত্মহত্যা না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *