Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৪ ১৫:৫৮:১২ || আপডেট: ২০১৮-০১-০৪ ১৯:২৪:১৭
আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্রলীগ প্রগতিশীল ও মেধাবী সন্তানদের সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যাপক উন্নয়নযজ্ঞ শুরু করেছেন সেই উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। রূপকল্প ২০২১ ও ২০৪১ সফল করতে বিপুল কর্মস্পৃহা এখন ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীর মাঝে।
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার গর্বিত অংশীদার হবে বাংলাদেশ ছাত্রলীগ। জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, ফেষ্টুন উড়ানো ও বর্ন্যাঢ্য র্যালী মধ্য দিয়ে লোহাগাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ ঠা জানুয়ারী সকালে লোহাগাড়ার বটতলী মোটর ষ্টশনে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা কর্মী সমাবেত হয়। সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেকার উদ্দিন তুষার’র নেতৃত্বে বিশাল র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য , চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন হাসান, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মিছবাহ সিকদার সুমন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ’র সদস্য আনোয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আ’লীগের সহ সভাপতি নুরুচফা চৌধুরী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আতাউল করিম আরবি,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম গনী সম্রাট, মহিউদ্দিন মাহি, সেচ্ছাসেবক লীগ নেতা আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আ, ন, ম আব্দুল্লাহ বাবলু প্রমুখ।