Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৬ ১৬:০২:২৩ || আপডেট: ২০১৮-০১-০৬ ১৬:০২:২৩
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাত লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত দুইটায় উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার পুরাতন মেরিন ড্রাইভ সড়ক থেকে এ সব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাত দু’টায় ৫/৬ জনের একদল যুবক মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হেঁটে গ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় তাদের চালাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে থামার নির্দেশ দেয়। কিন্তু তারা বিজিবির সদস্যদের দেখে পালাতে শুরু করে। ফলে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারী চক্রটি একটি বস্তা ফেলে গ্রামের মধ্যে প্রবেশ করে। পরে বস্তা তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক এসএম আরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।- বাংলানিউজ