Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৭ ২০:৪৪:৪৬ || আপডেট: ২০১৮-০১-০৭ ২০:৪৪:৪৬
অনলাইন ডেস্ক :
আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দেশটির বিরোধীদলীয় জোট।
চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে লড়বেন দেশটির ৯২ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।বিরোধী দলের জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে বিতর্কিত। তার সমালোচনায় সরব ছিলেন মাহাথির। মূলত নাজিব রাজাককে সরাতেই তাকে প্রার্থী করছে বিরোধী জোট।
পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির নির্বাচন করবেন। এ ছাড়া পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনওয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপ-প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।নির্বাচনে বিরোধী দল জিতলে মাহাথির হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী।
এর আগে তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তার দল। টানা ২২ বছর দায়িত্ব পালনের পর ২০০৩ সালের ৩০ অক্টোবর স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন মাহাথির।