Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-০৭ ১৫:২২:৩৪ || আপডেট: ২০১৮-০১-০৭ ১৫:২২:৩৪
অনলাইন ডেস্ক :
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ট্রাকে করে কাজে যোগ দিতে যাওয়ার সময় পথিমধ্যে দুই গাড়ির মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার লোহিত সাগরের উপকূলীয় জাজান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
এশীয় নাগরিকদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের টয়োটা গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। গুরুতর আহতদের সামটা আর অহুদ পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: গুড অনলাইন।