চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত দোহা আর নেই

প্রকাশ: ২০১৮-০১-০৯ ০২:৩৫:৩২ || আপডেট: ২০১৮-০১-০৯ ১২:৪৬:৫৬

আলাউদ্দিন .বীর কন্ঠ :

অবশেষে না ফেরার দেশে চলে গেলো সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ইয়াছিন আলম (দোহা) (১৭) ।

গত ৮ জানুয়ারী দিনগত রাত দেড়টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় মারা গেছেন বলে বীর কন্ঠকে নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী দাদা ইসমাঈল হোসেন সাঈদ। দোহা উপজেলা সদর ইউনিয়নের আকবার পাড়ার যুবনেতা এম নুরুল আলমের পুত্র ।

এবং আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র । এদেকি তার মৃত্যুতের সংবাদ বাড়িতে পৌছেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

উল্লেখ্য : দোহা গত ১৯ ডিসেম্বর রাতে চুনতি ঐতিহাসিক সীরত মাহফিলের আখেরী মোনাজাতে আংশগ্রহন করতে যাওয়ার সময় চুনতি মিঠার দোকান এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *