চট্টগ্রাম, , শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

Alauddin Lohagara

১৪জানুয়ারি রোববার আনোয়ারা ওষখাইন গ্রামের মালেক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে

প্রকাশ: ২০১৮-০১-১১ ১৭:০৫:০৩ || আপডেট: ২০১৮-০১-১১ ১৭:০৬:০১

 

অলিকুলের শিরোমণি বেলায়তের সম্রাট ৩৬ বছর বনবাসী সাধক ও ইসলামিক দার্শনিক। হযরত শাহ্‌ ছুফি আলী রজা (রঃ) কানু শাহ্‌ (রঃ) এর জাহেরী নির্দেশিত বিষু ও ওরশ মোবারক ১৪জানুয়ারি১৮রোববার আনোয়ারা উপজেলার ওষখাইন গ্রামের

মালেক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। অত্র বিষু ও ওরশ মোবারকে আপনারা দলে দলে যোগদান করে বাবাজান কিবলার রূহানি ফয়েজ হাছিল করার জন্য  আহবান জানিয়েছেন বাবাজানের দ্বিতীয় পুত্রের

আওলাদ আলহাজ্ব শাহ্‌জাদা মোহাম্মদ কামাল উদ্দিন ছাহেব (ম.জি.য়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *