Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০১-১৩ ১৫:৩৮:৫০ || আপডেট: ২০১৮-০১-১৩ ১৫:৩৮:৫০
নিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় মমতাজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা খুন হয়েছে। আরিফ উল্লাহ নামে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে মারা যান তিনি। শনিবার (১৩ জানয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করে আরিফ। এসময় ক্যাম্পে থাকা অন্য রোহিঙ্গারা মমতাজকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। পরে আরিফ উল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।’
ওসি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এসব রোহিঙ্গাদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।’- বাংলা ট্রিবিউন