চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

দশ পদাতিক ডিভিশনের মাননীয় জিওসির সাথে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের মত বিনিময়

প্রকাশ: ২০১৮-০২-১১ ২৩:০৫:২৩ || আপডেট: ২০১৮-০২-১১ ২৩:০৫:২৩

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ সেনাবাহিনী রামু সেনানিবাসের দশ পদাতিক ডিভিশনের মাননীয় জিওসি মহোদয়ের সাথে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়েছে। ১০ ফেব্রুয়ারি, দুপুরে রামু সেনানিবাসের অতিথিভবনে উক্ত মতবিনিময় হয়।

মতবিনিময়কালে জিওসি মেজর জেনারেল মোহাঃ মাকসুদুর রহমান (পিএসসি) বলেন, আপনারা আসাতে আমি আনন্দিত। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সবাইকে এভাবে মিলেমিশে বাঁচতে হবে। আমরা কে কোন ধর্মের অনুসারী সেটা বড় কথা নয়। সবার উপরে মানুষ সত্য। মানুষকে ধর্মের ভিত্তিতে নয়, তার নীতি-নৈতিকতার ভিত্তিতে বিচার ও গ্রহণ করতে হবে। ভাল মানুষ আর খারাপ মানুষ। মানুষ এই দুই প্রকারেরই হয়। আমাদেরকে ভাল মানুষ হতে হবে।

সম্প্রীতি ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের সমন্বয়ে আমাদের বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে। সামনে আমরাও উদ্যোগ নিচ্ছি। আপনাদের নিরাপত্তার বিষয়ে আমাদের সবসময় খোঁজখবর থাকে। আমরা সবসময় সতর্ক এবং সজাগ আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কর্মকান্ডকে আমরা সহ্য করব না এবং প্রশ্রয় দেবনা।

এসময় প্রজ্ঞানন্দ ভিক্ষু পরিষদের পক্ষে জিওসি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এর আগে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষে জিওসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পরপর রামু, সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া এবং মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর পরে পরিষদের পক্ষে জিওসি মহোদয়কে ক্রেস্ট দিয়ে সম্মান জানান কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অমর বিন্দু বড়ুয়া (অমল)।

এসময় জিওসি মহোদয় উপস্থিত ভিক্ষুসংঘের হাতে ব্যবহার্য উপহার সামগ্রী তুলে দেন। একই সাথে পরিষদের সকল সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।

মতবিনিময়কালে পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের, ভুবনশান্তি ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী মহাথের, রামু সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত ধর্মপাল ভিক্ষু, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক অমর বিন্দু বড়ুয়া (অমল), সিনিয়র সহ-সভাপতি, শুভংকর বড়ুয়া, সহ-সভাপতি অশোক কুমার বড়ুয়া, দুলাল বড়ুয়া, আলহারি রাখাইন, উ থোই অং রাখাইন, যুগ্ন সাধারণ সম্পাদক অরুণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, শিক্ষক মিলন বড়ুয়া, রাজু বড়ুয়া, পটল বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক কেতন বড়ুয়া, দপ্তর সম্পাদক রাসেল বড়ুয়া, নির্বাহী সদস্য ভুলু বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া, অর্থ সম্পাদক তাপস বড়ুয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *