চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

জেল আরাম-আয়েশের জায়গা নয় : কাদের

প্রকাশ: ২০১৮-০২-১১ ১৫:১১:০৯ || আপডেট: ২০১৮-০২-১১ ১৫:১১:০৯

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জেলে মর্যাদা ও গুরুত্ব পাচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জেল তো জেলই, এটা বুঝতে হবে। জেল আরাম-আয়েশের জায়গা নয়।’

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের একথা বলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদাকে একটি রুম সংস্কার করে আপাতত রাখা হয়েছে। ডিভিশন বলতে যে জিনিসটি বোঝায় সেটি অনুপস্থিত আছে। হয়তো হয়েও যাবে। তবে তিনি এখন যে মর্যাদা, খাবার-দাবারের যে আয়োজন করা হয়েছে তাতে ডিভিশনের প্রিজনাররা যে সুবিধা ভোগ করে তার চেয়ে বেগম জিয়ার মর্যাদা…(বাক্যটি শেষ করেননি ওবায়দুল কাদের)।’

তিনি বলেন, ‘জেল কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা হয়েছে, দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি মর্যাদা ও গুরুত্ব পাচ্ছেন। তাকে কোনো অমর্যাদা করা হচ্ছে না। তিনি যা চাচ্ছেন তাই তাকে দেয়া হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জেল তো জেলই, এটা বুঝতে হবে। জেলখানায় যত আরাম-আয়েশে থাকার চিন্তা করেন, জেল আরাম-আয়েশের জায়গা নয়। তবে মোটামুটি মানুষের কিছু কিছু প্রয়োজনও আছে, একটা জায়গায় থাকতে হলে। বেগম জিয়ার মার্যাদাও তো অনেক উপরে। তাকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা- সেটা এখনও হয়নি।’

তিনি বলেন, ‘ডিভিশনে আমরাও ছিলাম, ডিভিশনে এসি দেয়ার কোনো সুযোগ নেই। ফ্যান থাকে। এটা কেন দাবি করছেন আমি ঠিক জানি না।’–জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *