চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

Alauddin Lohagara

গজালিয়ায় চুলার আগুনে ৯বসতঘর পুড়ে ছাই;এক প্রতিবন্ধী শিশু নিহত

প্রকাশ: ২০১৮-০২-১৪ ২১:৫৬:৩০ || আপডেট: ২০১৮-০২-১৪ ২১:৫৬:৩০

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে দূর্গম লুলাইং হেডম্যান পাড়ায় চুলার আগুনে ৯টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং এ ঘটনায় একজন প্রতিবন্ধী শিশু নিহত হয়েছেন।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত প্রতিবন্ধী শিশুর নাম প্রেনচং ম্রো (১৬)।অগ্নিকান্ডের ১১-১৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।সূত্রে জানান,বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এক পাহাড়ি ম্রো ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তেও মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে মাংক্রাত ম্রো,থংপে ম্রো,লংথন ম্রো,রুমরই ম্রো,রিংয়ং ম্রো,মেনওয় ম্রো,লাংপুং ম্রো ও পালে ম্রো বসতঘর পুড়ে ছাই হয়ে পড়ে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আগামীকাল ১৫ ফ্রেবুয়ারি রোজ বৃহষ্পতিবার গজালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *