চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

খালেদা জিয়াকে বন্দি করায় সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে: অলি আহমদ

প্রকাশ: ২০১৮-০২-১৭ ১৪:৪৮:৪১ || আপডেট: ২০১৮-০২-১৭ ১৪:৪৮:৪১

নিউজ ডেস্ক :

অন্যায়ভাবে, আইন লঙ্ঘণ করে, সংবিধান না মেনে নির্জন-পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়াকে বন্দি করার কারণে সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। শনিবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন. ,।

তিনি বলেন, সরকার মনে করেছিল এ কাজের মাধ্যমে তারা বাহবা পাবে। কিন্তু গত নয় বছরের মধ্যে এ সিদ্ধান্ত (খালেদা জিয়ার কারাদণ্ড) হলো সরকারের সবচেয়ে বড় ভুল, যা তাদের ধ্বংস করে দিতে পারে। কোনও বিবেকবান ব্যক্তিই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এই মিথ্যা মামলার শাস্তি মেনে নিতে পারেনি।’

আগামী একবছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ সময় উল্লেখ করে অলি বলেন, ‘সরকারের ভুল রাজনীতির কারণে এবং সর্বত্র দলীয়করণের ফলে জনজীবন অতিষ্ঠ। গণতন্ত্র এবং ন্যায়বিচার দলীয়করণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এসব কারণে সরকারের গ্রহণযোগ্যতা নেই, সরকার জনবিচ্ছিন্ন।’

এসময় আরও উপস্থিত ছিলেন- ২০ দলীয় জোট নেতা এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন ইকরাম।- বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *