Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-২১ ১৯:১১:২৬ || আপডেট: ২০১৮-০২-২১ ১৯:১১:২৬
মোঃ এরশাদ ,লোহাগাড়া:
মোরা নিয়েছি শপথ এই বাচঁবে সবার প্রাণ, একব্যাগ রক্তের তরে চলে মোদের অভিযান। এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ার অামিরাবাদ কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র একঁঝাক তরুন সদস্য রক্ত সংগ্রহের ফেরিওয়ালা হয়ে অসহায় রোগীদের পাশে দাড়িয়ে সফলতার সাথে একবছর পূর্তি উপলক্ষে এক আনন্দ র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
(বুধবার) ২১শে ফেব্রুয়ারি বিকেল ৩টায় আমিরাবাদ ষ্টেশনের প্রধান প্রধান সড়ক গুলোতে একটি আনন্দ র্যালি করেছেন, কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র সকল সদস্য এবং অতিথিবৃন্দরা।
পরে আমিরাবাদ ওয়েডিং পার্কের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য হাফেজ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব’র সভাপতি ও জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম (বীর-কন্ঠ’র) সম্পাদক, সাংবাদিক কাইছার হামিদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজনেস পয়েন্ট লোহাগাড়া শাখার সভাপতি, আবুল কালাম আজাদ, সামাজিক সংগঠন আলোকিত বাংলাদেশ’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর মুহাম্মদ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইলিয়াস সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিগন সহ কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র সকল সদস্যরা।অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।