চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল: আ জ ম নাছির

প্রকাশ: ২০১৮-০২-২১ ২৩:০৬:৩৬ || আপডেট: ২০১৮-০২-২১ ২৩:০৬:৩৬

 

নিউজ ডেস্ক :

ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল মন্তব্য করে মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে হবে।

তিনি বলেন, বাঙালির ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ নম্বর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২১ ফেব্রুয়ারি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের।

বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাবউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. সৈয়দুল আলম, মৃদুল দাশ, আব্দুল মুন্সি, বাবুল দেব রায়, কাজী বখতেয়ার উদ্দিন, সাইফুদ্দিন খালেদ রানা, ছোটন দাশ, আব্দুল সোবাহান ছবুর, কাঞ্চন চৌধুরী, নুরুল বশর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইদ্রিস, ওয়ার্ড যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, ইকবাল আহমেদ, সিজার বড়ুয়া, নুরুল আনোয়ার রিপন, জাহেদ মিয়া, মো. বাদশাহ মিয়া, হাবিব খান, এজাজ আহমেদ, মো. হায়দার, আব্দুল কাদের, জামালখান ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মো. বাহার, মো. কাশেম, ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, আরাফাত জাহেদ অনিক, মো. শাহীন, মো. ইমরান প্রমুখ।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *