চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়া আইডিয়াল স্কুলে মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০২-২১ ১৬:২৯:০৫ || আপডেট: ২০১৮-০২-২১ ১৬:২৯:০৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে লোহাগাড়া আইডিয়াল স্কুলে আজ এক আলোচনা সভা সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক হামিদুল হোছাইনের স্বাগত বক্তব্যের মধ্য অনুষ্ঠান শুরু হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা গ্রুপের চেয়ারম্যান সোলতান আহমদ চৌধুরী বাদশা, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি, ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, গেস্ট অব অনার ছিলেন মাননীয় সাংসদ চট্টগ্রাম-১৫ (লোহাগাঠা-সাতকানিয়া) এর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।

স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কো-অর্ডিনেটর এম, হোছাইন মেহেদীর সঞ্চালনায়, সভাপতি মফিজুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা মাস্টার সিরাজুল ইসলাম, স্কুল সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দিন, পরিচালক আবদুল হালিম, উপদেষ্ঠা শাহজাহান হাকিম,

ইউপি সদস্য মফিজুর রহমান, ইউপি সদস্য সোহেল উদ্দিন, স্কুলের ডাইরেক্টর শেখ আহমদ, ডাইরেক্টর শহিদুল ইসলাম শফি, সাতকানিয়া যুবলীগ নেতা আবু আহমদ রুমি, অভিভাবক কামরুল হুদা মানিক প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতা ২০১৮ ইং এ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *