চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়শনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: ২০১৮-০২-২১ ১৫:৫৪:১৬ || আপডেট: ২০১৮-০২-২১ ১৫:৫৮:২৪

[starlist][/starlist]

মোঃ এরশাদ, লোহাগাড়া:

সামাজিক ও অরাজনৈতিকসংঘঠন,লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(বুধবার) ২১শে ফেব্রুয়ারি দুপুরে আমিরাবাদ, মোস্তাফা সিটির ২য় তলায়, আইসিটি সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে অালোচনা সভায় সভাপতিত্ব করেন, লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মুহাম্মদ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব’র সভাপতি ও জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম (বীর-কন্ঠ’র) সম্পাদক, সাংবাদিক কাইছার হামিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত  ছিলেন,লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট রাজনৈতিবীদ, আরিফুর রহমান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এস.এম সরওয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ হোসেন।

লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়শনের চরম্বা ইউনিয়ন প্রতিনিধি, ওসমান গনি রায়হানের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয় টিভি’র লোহাগাড়া পপ্রতিনিধি, সাংবাদিক সেলিম, পুটিবিলা প্রতিনিধি,

ওসমান গনি, অাধুনগর প্রতিনিধি, এরশাদুর রহমান, কলাউজান প্রতিনিধি শাহাজাহান, সহ সংঘঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কাইছার হামিদ বলেন, ১৯৫২ সালে রফিক, ছালাম, বরকত সহ অসংখ্য দেশপ্রেমিকরা দেশের মাতৃভাষার জন্যে প্রাণ দিয়েছে তাই তাদের আত্বার মাগফিরাত কামনা করি। তারা এই দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে বলে জাতিসংঘ অান্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অনুমোদন দিয়েছে সেইটা কিন্তু কম নয়। ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির জন্যে গৌরব উজ্জল একটি দিন, তাই এইদিনকে অামরা শ্রদ্ধা ভাবে যেভাবে স্বরন রাখি,  বছরে ৩৬৫ দিন সেভাবে শ্রদ্ধেয় ভাবে স্বরন রাখবো এইটাই হবে আমাদের প্রত্যাশা। 

লোহাগাড়া ইউনিভার্সেল এসোসিয়শনের সভাপতি আবুল কালাম বলেন, আমাদের সংঘঠনটা একটি সম্পুর্ন অরাজনৈতিক সংঘঠন, এই সংঘঠনের  সদস্য হতে নিম্নোক্ত যোগ্যতাএস এস সি পাশ হতে হবে।

বয়স ৫০ বছরের ভিতরে হতে হবে। লোহাগাড়া উপজেলার অধিবাসী হতে হবে।ইউনিয়ন প্রতিনিধির সুপারিশ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *