Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-২২ ১৭:৫৭:৩৪ || আপডেট: ২০১৮-০২-২২ ২০:৪৯:০১
আলাউদ্দিন, বীর কন্ঠ :
সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেছেন, যুব সমাজকে অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে হলে ক্রীড়ামুখী করতে হবে। খেলাধূলা করলে মানুষের মন-মানসিকতা ভালো থাকে। খেলা মানুষকে উদার করে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে এলাকায় এলাকায় এ ধরণের আয়োজন দরকার। ২২ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পুরাতন থানা সুপার কিংস্ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দীন চৌধুরী।
এম,এ মোতালেব কলেজের ইংরেজী বিভাগের প্রধান মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক. ও দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ।
লোহাগাড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাইছার হামিদ , উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ও লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি জাবেদ ওমর রকসী সিকদার ,সাংবাদিক সাইফুল ইসলাম রাজনীতিবিদ জসিম উদ্দিন প্রমুখ।