চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

কক্সবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে গণ ডাকাতি

প্রকাশ: ২০১৮-০২-২৩ ১৭:৫৪:৩৬ || আপডেট: ২০১৮-০২-২৩ ১৭:৫৪:৩৬

নিউজ ডেস্ক :

কক্সবাজার সদরের পোকখালী ও ইসলামাবাদে ব্যবসা প্রতিষ্ঠানে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ৩ টার দিকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে মুসলিম বাজার, পশ্চিম পোকখালী ও ইসলামাবাদ চৌধুরী বাজার (ডান্ডি বাজারে) এলাকায়। এ ঘটনায় ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

পোকখালী মুসলিম বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন জানান, ১৮-২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল মাইক্রোবাসযোগে এসে প্রথমে পশ্চিম পোকখালীর মোজাম্মেল হকের মুদির দোকান, আকতারের কম্পিউটারের দোকান, মুসলিম বাজারের বদি আলম মাস্টারের ফার্মেসি, রাশেলের কসমেটিকের দোকান থেকে নগদ টাকা, ল্যাপটপ, মোটরবাইকসহ বিপুল টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

যাবার পথে তারা ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এলালায় ডান্ডি বাজারে আবদুল হক সওদাগরের মুদির দোকান, নুরুচ্ছাফার চায়ের দোকানেও তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, মালামাল লুটে নেয়। সংগঠিত ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। বিগত অর্ধযুগেরও বেশি সময় এখানে এ রকম ঘটনা ঘটেনি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখনও পুলিশ অনুসন্ধান চালাতে ঘটনাস্থলে অবস্থান করছে। ডাকাতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার বিকেলে কক্সবাজার সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান করছে থানা পুলিশ। যেখানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনির উজ জামান অতিথি হয়ে আসছেন। আর এ দিনেই এমন ডাকাতির ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে।- জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *