চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

পিলখানা হত্যাকাণ্ড : শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ২০১৮-০২-২৫ ১৪:৩৩:৫৪ || আপডেট: ২০১৮-০২-২৫ ১৪:৩৩:৫৪

বীর কণ্ঠ ডেস্ক :

রাজধানীর পিলখলায় ৯ বছর আগে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

রোববার বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *