চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়ায় ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’১৮ শুরু

প্রকাশ: ২০১৮-০২-২৬ ১৭:৫৮:৫৫ || আপডেট: ২০১৮-০২-২৬ ১৭:৫৮:৫৫

মো: এরশাদ ,লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের যৌথ অায়োজনে ৩৯তম দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’১৮ শুরু হয়েছে।

সোমবার (২৫শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অায়োজনের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করা হয়।উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব অালম।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব অালম।

 

সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ অাচার্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অালহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক, বার অাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ পিষুজ বড়ুয়া,   অধ্যাপক অরুণ কান্তি দাশ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি অাবদুল অাউয়াল জনি, গাজী টেলিভিশন প্রতিনিধি হারুন অর রশীদ, দৈনিক অাজাদী প্রতিনিধি মো. জামাল উদ্দীন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদার, বিজয় টেলিভিশন প্রতিনিধি মুহাম্মদ সেলিম।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৩টি স্টল বসেছে, মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠান সমূহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পের মধ্যে রয়েছে- সৌর শক্তির বিভিন্ন ব্যবহার, গ্রীন হাউজ প্রক্রিয়া, অল্প খরছে রুম হিটার, পরিবেশ বান্ধব ইটভাটা, বিদ্যুৎ ব্যবহারে শ্রেণী সংযোগ অপেক্ষা সমান্তরাল সংযোগ অধিক সাশ্রয়ী, অাদর্শ সিটি প্রদর্শন, উদ্ভিদের চলন, স্বল্প খরছে সাবান প্রস্তুত, স্বল্প খরছে বিদ্যুৎ উৎপাদন, লেবু হতে বিদ্যুৎ উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্ট, বিনা পয়সায় এসি সহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে বসেছে, স্টল গুলো।উদ্বোধনীতে আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেছেন।

উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *