চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সাতকানিয়ার যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যার মূল আসামি  ছগির গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০২-২৭ ১২:৪৪:০২ || আপডেট: ২০১৮-০২-২৭ ১২:৪৪:০২

বীর কণ্ঠ ডেস্ক :

সাতকানিয়া থানার কাঞ্চনার যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যার মূল আসামি ছগির আহমদকে (৪৯) একটি দেশি এলজি, দুইটি কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাঞ্চনা বকসিরখীলের চুন্নু মিয়ার ছেলে ছগির আহমদ (৪৯) দেওদীঘি বাজারে অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান ‍চালানো হয়। উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ছগিরকে গ্রেফতার করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে ছগির হত্যা, চাঁদাবাজি, চুরি, ডাকাতিতে ব্যবহৃত একটি এলজি বন্দুক তার কাছে আছে বলে জানায়। এরপর দেওদীঘি কবরস্থানের দক্ষিণ-পশ্চিম কোণে ইটের স্তূপের মধ্য হতে বর্ণিত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

ওসি জানান, ছগির আহমদ একজন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ খুনি চক্রের সক্রিয় সদস্য। এ ছাড়া চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে সিদ্ধহস্ত ছগির জামায়াতের কিলিং মিশনের একজন নেতা বলে এলাকায় কুখ্যাতি রয়েছে। সে অবৈধ অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গেও সম্পৃক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *