চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Alauddin Lohagara

সুখছড়ী আজ থেকে দুদিন ব্যাপী দোল উৎসব শুরু

প্রকাশ: ২০১৮-০২-২৮ ২১:৩১:৪৫ || আপডেট: ২০১৮-০২-২৮ ২১:৩১:৪৫

সুজন দাশ:

সুখছড়ী পূর্বপাড়া শ্রী শ্রী কৃষ্ণমন্দির প্রাঙ্গনে আজ সন্ধ্যা থেকে দুই দিন ব্যাপী দোল উৎসবের শুরু হচ্ছে।

 

সুখছড়ী পূর্বপাড়া দোল উৎসব উদযাপন পরিষদ ২০১৮ এর উদ্যোগে আয়োজিত এই উৎসব আজ সন্ধায় বহ্নি উৎসবের মাধ্যমে শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণের দোনল যাত্রা উপলক্ষ্যে  সনাতনী সম্প্রদায় মূলত এই উৎসবের আয়োজন করে থাকে।

আজ সনযুতের(ষষ্ঠী) মধ্য মূল আয়োজন শুরু হবে। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ আরতি অনুষ্ঠান।

কাল সকালে বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হবে।

উক্ত যজ্ঞের পৌরহিত্য করবেন। শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ  কালুরঘাট আশ্রম।

দুপুরে দুর দুরান্ত হতে আগত কৃষ্ণ ভক্তগনের জন্য মহা প্রাসাদের ব্যবস্থা করা হয়েছে।

বিকেলে শিক্ষার্থীদের জন্য রয়েছে আনুষ্ঠানিক সনাতনী কুইজ প্রতিযোগীতা।

এবং সন্ধ্যায় রয়েছে এবারের দোল উৎসবের বিশেষ আকর্ষন সনাতনী কুইজ প্রতিযোগীতা।

প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য পরিষদের পক্ষ হতে আকর্ষনীয় পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *