চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশ: ২০১৮-০৩-০১ ২১:০৫:৪৮ || আপডেট: ২০১৮-০৩-০১ ২১:০৫:৪৮

বীর কণ্ঠ ডেস্ক :

বান্দরবানের তমব্রু সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রোহিঙ্গারা।

একইসাথে সীমান্ত এলাকায় দেশটির অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

তবে, বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে মিয়ানমার বাহিনী হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রোহিঙ্গারা। শূন্য রেখায় কাঁটা তারের বেড়া ঘেঁষে অবস্থান নিয়ে মিয়ানমার বাহিনী দফায় দফায় মাইকিং করে রোহিঙ্গাদের সরে যেতে কড়া নির্দেশ দেয়। এতে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজিবি অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিব বলেন, ‘বর্ডার এলাকায় ভারী অস্ত্র মোতায়েন, সৈন্য সমাবেশ করা, এগুলো বর্ডার নৈতিকতার বাইরে। এগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সতর্ক অবস্থানে আছি। যেকোনো পরিস্থিতিতে বিজিবি দেশমাতৃকার প্রতি নিবেদিত প্রাণ হয়ে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছি। অবশ্যই তারা এর জবাব দেবে এবং অতি শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে এর সমাধান করা হবে।’

রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই তমব্রু সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য সমাবেশ করা হয়েছে। তবে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘কেনো অহেতুক সেখানে সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে সেটা জানার চেষ্টা করেছেন বিজিবির ডিজি মহোদয়। বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমাদের এলাকায় তাদের ঢুকতে দেয়া হবে না।’

গত বছরের ২৫ আগষ্ট মিয়ানমারে সহিংসতার পর বান্দরবানের তমব্রু সীমান্তের জিরোপয়েন্ট এলাকায় আশ্রয় নিয়েছেন অন্তত ৭ হাজার রোহিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *