চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

যুব সমাজকে  অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে ক্রীড়ামুখী করতে হবে: কেপিএল  টুর্ণামেন্টে কাইছার হামিদ

প্রকাশ: ২০১৮-০৩-০১ ২০:২৫:২২ || আপডেট: ২০১৮-০৩-০১ ২০:২৫:২২

মো: এরশাদ আলম, লোহাগাড়া :

লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বিশেষ প্রতিনিধি কাইছার হামিদ বলেছেন, যুব সমাজকে  অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে  হলে ক্রীড়ামুখী করতে হবে। খেলাধূলা করলে মানুষের মন-মানসিকতা ভালো থাকে। খেলা মানুষকে উদার করে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে এলাকায়  এ ধরণের আয়োজন দরকার। ১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় লোহাগাড়া সুখছড়ি কামার দিঘী পাড় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

তিনি আরো বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। ভালো ছাত্র হতে হলে পড়ালেখার সাথে সাথে ক্রীড়ায়ও ভালো হতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।  মা-বাবা এবং সমাজের বোঝা হিসেবে নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে নিজকে। সমাজের বিশৃংখলা রোধে যুব সমাজকে কাজ করতে হবে।

 

কেপিএল ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ আবু নাছের।  ডা. মাহমুদুল হাসনাত দুলদুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রেহেনা বেগম, মিলন কান্তি দাশ, এলএইচ সোসাইটির সভাপতি কাইছার উদ্দিন আরিফ, আমিরাবাদ-লোহাগাড়া বিজনেস পয়েন্টের সভাপতি আবুল কালাম আজাদ ও অা’লীগ নেতা আজিম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *