চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সাতকানিয়ার কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী বরখাস্ত

প্রকাশ: ২০১৮-০৩-০১ ২০:৩০:৫২ || আপডেট: ২০১৮-০৩-০১ ২০:৩০:৫২

মোঃ নাজিম উদ্দিন,বীর কন্ঠ :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি ডাকাতি ও খুনের মামলায় দ-িত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের আদেশ দেয়া হয়। জানা যায়, ২৫ বছর আগে ডাকাতি ও ৩টি খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গত ২৪ জানুয়ারি জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা কাঞ্চনার ইউপি চেয়ারম্যান রমজান আলীসহ ১৫ জনকে কারাদ- দিয়েছেন। এব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি ইউএনও কার্যালয়ে এসে পৌঁঁছে। ওই চিঠিতে উপজেলার কাঞ্চনার ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। আদালত কর্তৃক দ-িত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারার (১) উপধারা অনুযায়ী মন্ত্রণালয় এ বরখাস্তের আদেশ দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *