চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

নিরাপত্তাজনিত কারণেই সীমান্তে সেনা মোতায়েন : গুলি বর্ষণের কথা অস্বীকার মিয়ানমারের

প্রকাশ: ২০১৮-০৩-০২ ২০:০৬:১৩ || আপডেট: ২০১৮-০৩-০২ ২০:০৬:১৩

বীর কণ্ঠ ডেস্ক :

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে এক পতাকা বৈঠক মিয়ানমারের ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রুবার বিকেলে দুই দেশের ব্যাটালিয়ান পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমার সীমান্তে আকস্মিক সেনা মোতায়েনের ঘটনাটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং নিরাপত্তার প্রয়োজনে বলে জানিয়েছে। তবে তারা সীমান্তে গুলি বর্ষণের কথা অস্বীকার করেছে।

মিয়ানমার বলেছে, তাদের সীমান্তে নিরাপত্তাজনিত কারণেই নিয়ম মাফিক যা যা করতে হয় তাই তারা করছে। তবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় এমন কোনো কাজ করছে না বলে জানায় তারা।

মিয়ানমারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তুমবুরু সীমান্তের শূণ্যরেখায় অবস্থানরত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে তারা ফেরত নিতে রাজি আছে। তবে সেটা নানা কারণে একটু বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে।

বাংলাদেশের বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুরুল আহসান খানের নেতৃত্বে ৭ সদস্যের বিজিবি প্রতিনিধি বৈঠকে যোগ দেন। মিয়ানমারের পক্ষেও সম সংখ্যক বিজিপি প্রতিনিধি যোগ দেন।  – কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *