চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

চট্টগ্রামে ‘মাদকের আখঁড়া’য় র‌্যাব’র অভিযান, ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৩-০৭ ১৫:১০:৫৩ || আপডেট: ২০১৮-০৩-০৭ ১৫:১০:৫৩

বীর কণ্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীতে ‘মাদকের আখঁড়া’নামে পরিচিত বরিশাল কলোনি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৭ মার্চ) ভোরে সদরঘাট থানার বরিশাল কলোনি ও পাশের আইস ফ্যাক্টরি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর সদরঘাট থানার বাসিন্দা জাকির আলম (২৮), কোতয়ালী থানার বাসিন্দা মো. অলি (৪২), মো. কাশেম (৩২), ডবলমুরিং থানার বাসিন্দা নুর ইসলাম (৩৫), মিরসরাই উপজেলার বাসিন্দা মো. সুমন (৩০), ফেনী জেলার বাসিন্দা আব্দুল খালেক (২২) ও মো. নুরুল ইসলাম (৩৭), কুমিল্লা জেলার বাসিন্দা কালু মীর হোসেন (৩০), নোয়াখালী জেলার দক্ষিন জগদানন্দ গ্রামের মো. উয়সাল (২০)।

অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম। জাগো নিউজকে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনি ও পাশের আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তারা ফেনী সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ফেনসিডিল চট্টগ্রামে বিক্রি করে’।

তিনি আরও বলেন, ‘অভিযানে দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৫৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৫ লাখ ৯১ হাজার টাকা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *