চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মুক্তিযোদ্ধা মেঘানাথ ও তার পরিবারকে দেখতে গেলেন ইউএনও

প্রকাশ: ২০১৮-০৩-০৭ ১৪:০২:৩৪ || আপডেট: ২০১৮-০৩-০৭ ১৪:০৩:৫০

মোঃ এরশাদ, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড, পেটান শাহের মাজারের পুর্ব পার্শে শাহ্ পাড়ার কৃতি সন্তান, বর্তমানের দিনমজুর,  বীর মুক্তিযোদ্ধা মেঘানাথ দাশ ও তার পরিবারের খোঁজখবর নিতে ছুটে গেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব অালম।

উল্লেখ্যঃ মুক্তিযোদ্ধা মেঘানাথ বর্তমানে সংসারের একমাত্র উপার্জন কারী।সংসার চলে তার উপার্জনের উপরই,তাই কাঠ কেটে, এবং দিনমজুরী করে, তিনি এই বৃদ্ধা বয়সেও কোনমতে সংসার চালিয়ে যাচ্ছে।থাকার জন্য ভাল একটা ঘর ও নাই।

(বুধবার) ৭ই মার্চ সকাল ১১টায়, মুক্তিযোদ্ধা মেঘানাথের খবর নিতে তার বাড়ীতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব অালম, এবং

পদুয়ার ইউপি চেয়ারম্যান, জহির উদ্দিন। পদুয়া ২নং ওয়ার্ডের সফল ইউপি সদস্য সব্বির আহমদ, ইউপি সদস্য কাউছার, ছাত্রলীগ নেতা মুজিবুল হক টিটু সহ অন্যরা। এসময় মেঘনাত দাশকে একটা বসত বাড়ী নির্মাণ করে দিবে, এবং সরকারি যে কোন অনুদান দিয়ে সহযোগীতা করবেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *