চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সিরিয়ায় শিশুসহ গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন’র মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৩-০৯ ২০:৫৪:৫৭ || আপডেট: ২০১৮-০৩-০৯ ২০:৫৪:৫৭

আলাউদ্দিন, বীর কন্ঠ:

সিরিয়ার নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া মোটর স্টেশনে  মানববন্ধন করেছে ‘ বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখা।

শুক্রবার ( ০৯ মার্চ) প্রফেসর হামিদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন  বামাদ সেক্রেটারি, (চেয়ারম্যান)  এম ডি জুনাইদ চৌধুরী, সহ-সভাপতি, পরিচালক সমাজ সেবা বিভাগ,(আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন) এম ইব্রাহীম কবির, সবুজ বাংলার পরিচালক, শাহেদ ফেরদৌস হিরু,অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, মাদ্রাসা সাধারন শিক্ষক সমিতি লোহাগাড়ার, মাষ্টার নাছির উদ্দিন, বিশিষ্ট কলামিস্ট, মোঃ হোছাইন, লোহাগাড়া তরুন ঐক্য ফোরামের সভাপতি, আবু ছিদ্দিক ও অনেকেই বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, বিশ্ব মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। মানবাধিকার রক্ষার কথা বললেও মধ্যযুগীয় বর্বরতায় মুসলিম দেশগুলোতে পাখিশিকারের মতো মানুষ হত্যা চলছে। বিশ্ব বিবেকের নীরবতা আজ মানুষকে হতবাক করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সিরিয়াসহ বিশ্বের অবুঝ শিশু ও মুসলিম গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের নিকট আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *