চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, সরঞ্জাম জব্দ

প্রকাশ: ২০১৮-০৩-০৯ ১৪:৫৯:৫৬ || আপডেট: ২০১৮-০৩-০৯ ১৪:৫৯:৫৬

বীর কণ্ঠ ডেস্ক :

কক্সবাজারের মহেশখালীতে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ অভিযান চালায় পুলিশ।

জানা যায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় স্থানীয় আনসার দল নেতা মোহাম্মদ হোছাইন এবং মেম্বার শামশুল আলমের মাধ্যমে সংবাদ পেয়ে মহেশখালী থানার এসআই দ্বিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় ৪টি বাড়িতে।

 

বাংলা মদ উৎপাদনের ওই কারখানার মালিকরা হলেন- মো. নাগু মিয়া,বাবুল মিয়া, ছেনুয়ারা ও কিবরিয়া। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এ সময় ওই কারখানাগুলো থেকে ১শ’ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম-ড্রাম, ডেকসি কনডিনারসহ বেশ কিছু মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

এ ব্যাপারে মহেশখালী থানার এসআই দ্বিপক বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার কুতুবজোমের তাজিয়াকাটাস্থ বাংলা মদ উৎপাদনকারী ৪টি বাড়ি অভিযান পরিচালনা করে মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *