চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছয় যাত্রীর সিটে তল্লাশি চালিয়ে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৩-১০ ১৬:০০:০৭ || আপডেট: ২০১৮-০৩-১০ ১৬:০০:০৭

বীর কণ্ঠ ডেস্ক :

সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছয় যাত্রীর সিটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।  শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। উদ্ধার করা বারগুলোর প্রতিটির ওজন ১১৭ গ্রাম বলে তিনি জানান।

আরিফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ছয় যাত্রীর সিটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছয় যাত্রীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’  তবে তিনি আটক ছয় যাত্রীর পরিচয় বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাতে রাজি হননি।

এই কর্মকর্তা আরও জানান, ‘বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি জেদ্দা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটি চট্টগ্রাম হয়ে জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রুটে চলাচল করে। আটক যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।’ বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *