চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সাগরিকায় এ্যাসফল্ট প্ল্যান্টসহ ২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৩-১০ ২২:২১:৪৭ || আপডেট: ২০১৮-০৩-১০ ২২:২১:৪৭

বীর কণ্ঠ ডেস্ক :

ঘণ্টায় ১০০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। শনিবার দুপুরে নগরীর সাগরিকা এলাকায় নব নির্মিত এই প্ল্যান্টের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

১৯৯ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাধীন ৫০ টন ক্ষমতাসম্পন্ন দুটি ওয়েব্রিজ, সিসিটিভি ক্যামেরা, রাস্তা উন্নয়ন, নালা নির্মাণ, স্টক ইয়ার্ড নির্মাণ, প্ল্যান্ট অফিস ও সাবস্টেশন নির্মাণ, ডাম্প ট্রাক, পে-লোডার, টায়ার রোডার, ভাইব্রেটর রোলার, পেভার মেশিন, টেলিস্কোপ ক্রেন, হুইল ডোজার, প্রাইম মুভার, ওয়াইফাই জোনেরও উদ্বোধন করা হয়।

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের মধ্যে ২০ শতাংশ (৪০ কোটি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন এবং বাকি টাকা এডিবি অর্থায়নের প্রকল্পটি বাস্তবায়ন হবে।

চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নির্বাহি প্রকৌশলী ঝুলন দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোরশেদ আকতার, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ আজম, শফিউল আলম, জহুরুল আলম জসিম, আবিদা আজাদ, আনজুমান আরা বেগম, নির্বাহি প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ বক্তব্য রাখেন।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *