চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-১৮ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্টিত  

প্রকাশ: ২০১৮-০৩-১৩ ২০:৫১:১৭ || আপডেট: ২০১৮-০৩-১৩ ২০:৫১:১৭

রায়হান সিকদার:

জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত দেশ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ কর্তৃক দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৩মার্চ সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-১৮ উপলক্ষে এক আলোচনা ও মহড়া অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

সভায় আরো  উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাশেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ মাস্টার অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম,চুনতি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ও মধুবন ফুডস লোহাগাড়া শাখার সত্বাধিকারী মোহাম্মদ কামাল উদ্দিন,অামিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,

কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার,পুটিবিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু সুজিত বড়ুয়া কাজল,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান।

মহড়ার বিষয় ছিল ভূমিকম্প ও অগ্নি নির্বাপক কার্যক্রম।এলাকার সকল শিক্ষার্থীদেরকে বিষয়গুলো সম্পর্কে সাহস ও  উদ্বুদ্ধ করতে এই মহড়া  আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।সাতকানিয়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে এই মহড়া প্রদর্শিত হয়েছে।সাতকানিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্ব একটি টীম মহড়ায় নেতৃত্ব দেন।শিক্ষার্থীরা ও উপস্হিত নেতৃবৃন্দরা উৎসবমুখর পরিবেশে এই মহড়াগুলো উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *