চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন

প্রকাশ: ২০১৮-০৩-১৪ ১৬:০৬:৩৩ || আপডেট: ২০১৮-০৩-১৪ ১৬:০৬:৩৩

আন্তর্জাতিক ডেস্ক :

পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। পরিবারের তরফ থেকে ৭৬ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরই ৭৬তম জন্মদিন পালন করেছিলেন এই বিজ্ঞানী। বিরল ‘মোটর নিউরন’ রোগে আক্রান্ত ছিলেন তিনি। পৃথিবীর অস্তিত্ব ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন এই পদার্থ বিজ্ঞানী। খবর বিবিসি।

১৯৮৮ সালে প্রকাশিত হয়েছিল তার বই ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। মোটর নিউরন রোগে আক্রান্ত একজন ব্যক্তি সাধারণত রোগ ধরা পড়ার চার বছরের বেশি বাঁচেন না। হকিংয়ের এই রোগ ধরা পড়েছিল ১৯৬৩ সালে। অর্থাৎ তারপরও ৫৫ বছর বেঁচে থাকা মিরাকলের চেয়ে কম কিছু নয়। তবে আরও আশ্চর্য তার গবেষণা।

 

বিরল এই রোগে আক্রান্ত হয়েও যেভাবে তিনি বিশ্বের সৃষ্টি সন্ধানে নিয়োজিত ছিলেন তা পুরো বিশ্বের কাছেই বড় চমক। ব্রিটিশ এই বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে তার কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

 

হকিং এর তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বাবার মৃত্যুর খবরে জানিয়েছেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি শুধু একজন বড় বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যার কাজ বহু বছর বেঁচে থাকবে। শুধু বিজ্ঞানী হিসেবেই নয়, প্রতিবন্ধকতাকে পেরিয়ে কিভাবে সেরা হওয়া যায় তিনি ছিলেন তার অন্যতম উদাহরণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *