চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়া উপজেলা আ.লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৩-১৬ ২২:০৫:৫৬ || আপডেট: ২০১৮-০৩-১৬ ২২:০৬:২৬

এ. কে. আজাদ :

আগামী ২১ মার্চ পটিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফল করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা  ১৬ মার্চ শুক্রবার বিকেল ৫টায় বটতলী মোটরষ্টেশনের এমদাদিয়া মার্কেটস্থ দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এরশাদুল হক ভেট্টু, আবু তালেব, আনিস উল্লাহ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জয়নুল আবেদীন জনু চেয়ারম্যান,  উপজেলা আ.লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কাশেম মিয়া, ফরিদ আহামদ, নাজমুল  হাসান মিন্টু, মুজিবুর রহমান, মো. মিয়া ফারুক, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, সাইফুল আলম, সুভাষ চন্দ্র নাথ, অধ্যাপক ওসমান গনি, নুরুল কবির সলিল, আজিজুর রহমান, হাজ্বী মাহমুদুল হক,  কার্য্যনির্বাহী সদস্য মাষ্টার সলিল বড়ুয়া, অনিল সরকার, সৈয়দ আহামদ, লোহাগাড়া ইউনিয়ন সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সমশুল আলম সওদাগর, পুটিবিলা ইউনিয়ন সভাপতি বদিউল আলম, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, আমিরাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চট্টগ্রাম দ.জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো. শাহজাহান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দীন, আ.লীগ নেতা আব্দুল হামিদ সওদাগর, মোজাম্মেল হক,  আকতার কামাল পারভেজ, কাজী রায়হান, যুবলীগ নেতা আবছার উদ্দীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, যুবলীগ নেতা খোকন দাশ, আলতাফ উদ্দীন, লাভলু, উপজেলা ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন মানিক, আবদুল্লাহ আল-সাদ্দাম, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হামিম হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন আকরাম, আবু ছালেহ নাছিম, আরফাত হোসেন, পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শওকত আলী শেখু, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হাশেম, পুটিবিলা ইউনিয়ন সভাপতি আবদুল হাফেজ, আমিরাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হোসেন ও কলাউজান ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. কামাল প্রমূখ। বর্ধিত সভায় বক্তারা আগামী ২১ মার্চ পটিয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান। এছাড়াও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজনের পিতা হাজী ফেরদৌস আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *